ভূমিকা: আজ আমি রাজশাহীর বাগমারা উপজেলার নাগা বাজার এলাকায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করে OpenStreetMap-এ নতুন তথ্য যোগ করেছি। সেই অভিজ্ঞতা এবং তথ্যগুলো এখানে লিখছি। বিস্তারিত বর্ণনা: আজ আমি রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী নাগা বাজার এলাকায় মাঠপর্যায়ে ঘুরে OpenStreetMap-এর জন্য বেশ কিছু নতুন তথ্য আপডেট করেছি। স্থানীয় মানুষের সাথে কথা বলে এবং নিজস্ব সার্ভের মাধ্যমে বাজারের চারপাশের রাস্তা, দোকান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও জনবসতির বিস্তারিত সংগ্রহ করেছি।
নাগা বাজারটি জোগীপাড়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র। প্রতিদিন আশেপাশের গ্রামগুলো—বিশেষ করে কাতিলা, নখোপাড়া,ভাগনদি,কোলা,শান্তিপুর,বীরকুৎসা,বনগ্রাম,মাধাইমুড়ি থেকে মানুষ এখানে বাণিজ্যিক কাজে আসেন। বাজারটিতে মুদি দোকান, ইলেকট্রনিক্স দোকান, ফলের দোকান, কাঁচাবাজার, চায়ের দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
আজকের ম্যাপিং-এ আমি নিচের পরিবর্তনগুলো করেছি:
নাগা বাজার এলাকার প্রধান ও উপ-সড়কগুলো রাস্তার ক্যাটাগরি অনুযায়ী পুনঃট্যাগ করেছি
কাতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাতিলা হাই স্কুলের নির্ভুল অবস্থান সংশোধন করেছি
কাতিলা বিলের সঠিক আকৃতি ও জলের এলাকা আপডেট করেছি
২টি মসজিদ, ১টি কলেজ এবং ইউনিয়ন পরিষদের অবস্থান পুনর্নির্ধারণ করেছি
বাজার এলাকার দোকানগুলোকে আলাদা আলাদা shop ট্যাগ দিয়ে যুক্ত করেছি
কয়েকটি নতুন বাড়িঘর ও জনবসতির এলাকা যোগ করেছি
আমি মনে করি, এই আপডেটগুলো স্থানীয় পরিবহন, শিক্ষা, জরুরি সেবা এবং যাতায়াতকারী মানুষের জন্য যথেষ্ট উপকারী হবে।
আগামী সপ্তাহে আমি নাগা বাজারের পশ্চিমদিকে অবস্থিত কাতিলা গ্রাম এবং ইউনিয়ন পরিষদ এলাকায় আরও বিস্তারিত সার্ভে করতে চাই। কোনো ম্যাপার যদি এই এলাকায় কাজ করে থাকেন, অথবা স্থানীয় কেউ যদি বাজারের পুরোনো ইতিহাস, জনসংখ্যা বা গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে অতিরিক্ত তথ্য জানেন—তাহলে মন্তব্যে জানালে খুব উপকৃত হবো।
ধন্যবাদ, — Md Abdul Alim
